মিরপুরের কালো উইকেট দেখে প্রথমে ভেবেছিলেন, টিভিতে সমস্যা হয়েছে— এমন মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন। হঠাৎ করেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে উড়িয়ে এনে দ্বিতীয় ওয়ানডের একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। মাঠে নেমেই দলে অবদান রেখেছেন, তবে ম্যাচ শেষে ব্যতিক্রমী উইকেট নিয়ে নিজের বিস্ময়ও প্রকাশ করেছেন সংবাদ সম্মেলনে।
আকিল বলেন, “আসলে যখন আমি খেলা দেখেছি, প্রথমে ভেবেছিলাম আমার টিভিতে কোনো সমস্যা হয়েছে। কালার চলে গেছে মনে হয়েছিল, টিভি চেকও করেছি। পরে বুঝেছি— এটা টিভির সমস্যা নয়, পিচটাই আসলে কালো!”
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয়, পেছনে আকিলের অবদান
দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে মূলত স্পিনে নিয়ন্ত্রণ এবং কার্যকর ব্যাটিংয়ের মাধ্যমে। আকিল হোসেন বল হাতে যেমন নিয়ন্ত্রিত বোলিং করেছেন, তেমনি উইকেটের আচরণও বুঝে খেলেছেন। পিচ সম্পর্কে বলার সময় তিনি জানান, বল কিছুটা লাফাচ্ছিল, তবে খুব একটা টার্ন ছিল না। বাঁ-হাতি স্পিনার হিসেবে স্কোয়ারে বল করার কৌশল নিয়েই খেলেছেন।
“বল একটু লাফাচ্ছিল, তবে তেমন টার্ন হয়নি। স্কোয়ারে বল করার চেষ্টা করেছি, কারণ বাউন্ডারিটা সেখানে বড়”— বলেন আকিল।
কালো উইকেট ও স্পিনারদের ভূমিকাই মুখ্য
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও উইকেট ছিল মন্থর ও অসমান। যদিও রঙে কিছুটা পার্থক্য ছিল, তবুও আচরণে খুব বেশি বদল আসেনি। আকিল মনে করেন, এই ধরনের পিচে পেসারদের চেয়ে স্পিনারদের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ।
“এই সারফেসে পেসারদের থেকে বেশি কিছু আশা করাটা ভুল হবে। আমাদের ভালো কিছু স্পিনার আছে, তাদেরই দায়িত্ব নিতে হবে। অলিক আথানাজে যেমন পার্ট টাইমার হয়েও দারুণ করেছে। শৃঙ্খলাই মূল বিষয়।”
সিরিজের তৃতীয় ওয়ানডে নিয়েও সতর্ক বার্তা
আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এই ম্যাচেও একই ধরনের উইকেট থাকবে বলে ধারণা আকিলের। তাই ব্যাটারদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
“আপনি কি আসলেই ভাবছেন উইকেট চেঞ্জ হবে? (হাসি)। আমাদের আরও ভালো ব্যাটিং করতে হবে। বিশেষ করে টপ অর্ডার থেকে। কারণ লোয়ার অর্ডারের পক্ষে টিকে থাকা কঠিন।”
তিনি আরও বলেন, “বল অনেক পুরনো হয়ে যায়, আর বাংলাদেশ দলে দারুণ কিছু স্পিনার আছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। ব্যাটারদের সমস্যাগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে আরও ভালো খেলতে হবে।”
দল থেকে বাদ পড়া ও প্রত্যাবর্তন
প্রথম ওয়ানডেতে একাদশে ছিলেন না আকিল হোসেন। তবে দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজ দল তাকে ঢাকায় নিয়ে আসে এবং একাদশে রাখে। কেন তাকে প্রথম ম্যাচে রাখা হয়নি, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি জানি না কেন দলে ছিলাম না। সেটা নির্বাচকরাই ভালো বলতে পারবেন। তবে যখন সুযোগ পাই, চেষ্টা করি নিজের সেরাটা দিতে।”