লাতিন ফুটবলের পরাশক্তি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের স্বপ্ন ভেঙে দিয়েছে মরক্কো। আজ (সোমবার) ভোরে চিলির সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনালে অনুষ্ঠিত ফাইনালে মরক্কো ২–০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে।

২০০৭ সালের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনার উত্তরসূরীরা। টানা ছয় ম্যাচ জিতে ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে শিরোপার প্রার্থী হিসেবে দেখা হচ্ছিল। তবে ম্যাচজুড়ে ৭৬% বলের দখল এবং ২০টি শট নেওয়া সত্ত্বেও আর্জেন্টাইনরা কোনো গোল করতে পারেনি। উল্টো, প্রতিপক্ষ মরক্কানরা যতবারই আক্রমণ চালায়, আর্জেন্টিনার কাছে চাপে ফেলতে সক্ষম হয়।

হারের পর লিওনেল মেসি ইনস্টাগ্রামে বার্তা দেন দলের উদ্দেশ্যে, “মাথা উঁচু রাখো, ছেলেরা! তোমরা অসাধারণ একটি টুর্নামেন্ট খেলেছো। যদিও আমরা চাইতাম তোমরা শিরোপা জিতো, তবুও তোমাদের অসাধারণ সাফল্য আমরা উপভোগ করছি। যেভাবে তোমরা হৃদয় দিয়ে নীল ও সাদা জার্সির জন্য লড়েছ, আমরা গর্বিত।”

ম্যাচ শেষে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচ জানান, “আজকের ম্যাচ আমাদের আগের ম্যাচের চেয়ে ভিন্ন ছিল। আমরা আমাদের শক্তি পুরোপুরি দেখাতে পারিনি এবং একটি গোলও করতে ব্যর্থ হলাম। জয়টি মরক্কোরই প্রাপ্য; তারা শারীরিকভাবে শক্তিশালী ছিল। আমাদের কিছু খেলোয়াড় পুরোপুরি পারফর্ম করতে পারেনি, ফলে আমাদের জন্য ম্যাচটি কঠিন হয়ে পড়ে।”

মরক্কোর এই জয়ে আফ্রিকার দেশটির ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।