ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর লড়াই শেষে সুপার ওভারে ১ রানে হেরে যায় মেহেদী হাসান মিরাজের দল। ফলে তৃতীয় ও শেষ ওয়ানডেই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। সিরিজ জয়ের লক্ষ্যেই আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। যদিও প্রথম ওয়ানডেতে টস জিতেছিল ক্যারিবীয়রা, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। অর্থাৎ স্পিনবান্ধব উইকেটে লড়াইটা হবে ঘূর্ণি আক্রমণের ওপর ভর করেই।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে উন্নতির জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সিরিজ শুরুর আগে ১০ নম্বরে থাকা টাইগারদের পয়েন্ট ৭৪। ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারলে পয়েন্ট বেড়ে হবে ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট থাকবে ৭৯।
অন্যদিকে, যদি ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জয় পায়, তবে তাদের পয়েন্ট বেড়ে হবে ৮১ এবং বাংলাদেশের নেমে আসবে ৭৩-এ। ফলে আজকের ম্যাচটি দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্তে, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন ও খারি পিয়েরে।