মিরপুরের কালো উইকেট যেন আজ সব ভুলিয়ে দিল। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শুরু থেকেই ঝড় তুললেন দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান। প্রথম উইকেটে দুজন মিলে ১৭৬ রানের অসাধারণ পার্টনারশিপ গড়ে বাংলাদেশের ইনিংসের ভিত গড়ে দেন।

প্রথমে সাইফ হাসান আউট হন ৮০ রানে, এরপর সৌম্য সরকার থামলেন নার্ভাস নাইনটিতে ৯১ রানে। এই জুটি বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৬ ওভারেই শতরান ছোঁয়। আগের দুই ম্যাচে যেখানে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দল, সেখানে আজ শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন ওপেনাররা।

666

সৌম্যর ব্যাট থেকে এসেছে ৪ ছক্কা ও ৯ চার। অন্যদিকে সাইফ খেলেছেন ৭২ বলে ৮০ রানের ইনিংস।

এই ম্যাচে মিরপুরের উইকেটের পরিবর্তন এবং স্পিন-নির্ভর বোলিংয়ের বিপরীতে এমন জুটি তৈরি করায় প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০৪ রান, হাতে ৮ উইকেট ও পূর্ণ নিয়ন্ত্রণ।