গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। কিন্তু প্রথম দিন পরেই টানা বৃষ্টির কারণে স্থগিত করা হয় টুর্নামেন্টটি। পরে দ্বিতীয় দফায় ২৬ সেপ্টেম্বর থেকে আবার মাঠে গড়ায় লিগের খেলা।

এবারের আসরের খেলা অনুষ্ঠিত হচ্ছে সিলেটের দুটি মাঠে। ঢাকা মেট্রোর হয়ে খেলা মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নেমেছিলেন ২৭ সেপ্টেম্বর, চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন তিনি—২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন। তবে এরপরই তিনি মাঠ ছাড়েন হাঁটুর চোট নিয়ে।

বিশ্বস্ত সূত্র মতে, চোট গুরুতর নয়। কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

এদিকে জানা গেছে, আগামী ৫ অক্টোবর মাহমুদউল্লাহ আমেরিকা যাচ্ছেন আটলান্টা টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে। তার চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।

অন্যদিকে, জাতীয় দলের নির্বাচক প্যানেলে এখন মাত্র দুই সদস্য রয়েছেন। সেই জায়গায় মাহমুদউল্লাহকে যুক্ত করার গুঞ্জন শোনা গেলেও বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে মাহমুদউল্লাহ নিজে এখনও ক্রিকেটের সঙ্গে এক থেকে দুই বছর যুক্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ক্রিকেটে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি সম্প্রতি বিসিবির লেভেল থ্রি কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন, যা তার ক্যারিয়ারের পরবর্তী ধাপের ইঙ্গিত দেয়।