সিলেটে আগামীকাল এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ। ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন দুই অধিনায়ক আকবর আলি ও মোহাম্মদ মিঠুন।
রংপুর অধিনায়ক আকবর বলেন, “ফাইনাল ম্যাচ হলেও আমরা এটাকে স্বাভাবিক ম্যাচের মতোই নিচ্ছি। পরিকল্পনা অনুযায়ী খেললেই ফল আমাদের পক্ষে আসবে।”
তিনি আরও বলেন, “দলের সবাই এখন মোমেন্টামে আছে। বিশেষ করে নাসির ভাইয়ের ফর্মে ফেরা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তিনি শুরু থেকে বোলিং করেছেন, আর শেষ দিকে টপ অর্ডারে ব্যাটিং করে দলকে এগিয়ে নিয়েছেন।”
আকবর জানান, নাসির নিজে থেকেই ওপেনিংয়ে নামার প্রস্তাব দেন, কারণ দলের শুরুটা ভালো হচ্ছিল না। “ওই সিদ্ধান্তটাই দলের জন্য টার্নিং পয়েন্ট হয়েছে,” বলেন তিনি।
ফাইনালের আগে রংপুর দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নেয়। খুলনা প্রথম কোয়ালিফায়ারে একই ব্যবধানে চট্টগ্রামকে হারায়।
রোববারের ফাইনালে দুই দলেরই লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফেরা।