এশিয়ান কাপ বাছায়ে হংকং ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন জামাল ভূইয়া। ৯ ও ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম-অ্যাওয়ে ম্যাচকে কেন্দ্র করে আজ জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া বলেন, “এই ম্যাচ আমাদের জন্য ডু অর ডাই। এশিয়া কাপ খেলতে হলে আমাদের এই ম্যাচটি জিততে হবে।”

সি গ্রুপে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়, এক পয়েন্ট নিয়ে, যেখানে শীর্ষে সিঙ্গাপুর ও হংকং দুই দলের সমান চার পয়েন্ট। জামাল জানান, হোম ম্যাচে সুবিধা থাকলেও ফুটবলে “অন দ্য ডে পারফরম্যান্স” সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, হংকং বাংলাদেশের চেয়ে শক্তিশালী, তবে ভালো প্রস্তুতি ও ম্যাচের দিন সেরাটা দিতে পারলে জয়ের আশা রয়েছে। এই ম্যাচের টিকিট আধ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে, যা দেখে অধিনায়ক উচ্ছ্বসিত।

জামাল ক্যাম্প শুরুর দিন মিডিয়ার সঙ্গে সরাসরি কথা বলেন এবং কোচের সিদ্ধান্ত অনুযায়ী খেলতে না পারার অনুভূতিও ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি খেলতে চাই, আগের ম্যাচে খেলতে না পারায় খারাপ লেগেছে। কিন্তু এটা কোচের বিষয়।”

বাংলাদেশ দলের স্পন্সর ইউসিবি এবং কিট পার্টনার দৌড়ে আজ ক্যাম্প শুরুর দিন কোচ অফিসিয়াল পোষাকে থাকলেও জামাল মিডিয়ার সামনে ছিলেন ক্যাজুয়াল পোশাকে।