ভারতের জাতীয় দলে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার পারভেজ রসুল সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) ‘স্পোর্টস্টার’ ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার তার অবসরের সিদ্ধান্ত জানান।

বিজবেহেরায় জন্ম নেওয়া রসুল দীর্ঘ ১৭ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ব্যাট হাতে করেছেন ৫ হাজার ৬৪৮ রান এবং বল হাতে শিকার করেছেন ৩৫২ উইকেট। ভারতের ঘরোয়া সার্কিটে অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবেই পরিচিত ছিলেন তিনি।

ভারতের জার্সিতে রসুলের আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি—একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয় তার। সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন সুরেশ রায়না। ১০ ওভার বোলিং করে ৬০ রানে ২ উইকেট নেন রসুল।

২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিলেন তার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। সে ম্যাচে ব্যাট হাতে ৬ বলে ৫ রান ও বল হাতে ৪ ওভারে ৩২ রানে ১ উইকেট নেন তিনি।

আইপিএলে রসুল খেলেছেন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। টুর্নামেন্টে মোট ১১ ম্যাচ খেলে ৪ উইকেট ও ১৭ রান করেন তিনি।

তবে ঘরোয়া ক্রিকেটেই সবচেয়ে সফল ছিলেন পারভেজ রসুল। প্রথম শ্রেণিতে ৯৫ ম্যাচে ৩৫২ উইকেট, ১৬৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৯৮২ রান ও ২২১ উইকেট, আর ঘরোয়া টি-টোয়েন্টিতে ৭১ ম্যাচে ৮৪০ রান ও ৬০ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারে জম্মু ও কাশ্মীর ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে। অবসরের ঘোষণায় রসুল জানিয়েছেন, ক্রিকেট তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, তবে এখন সময় এসেছে নতুন অধ্যায় শুরু করার।