তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে থাকা কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আবারও সমালোচনার মুখে। হংকংয়ের বিপক্ষে হারের পর তিনি দায় ভাগ করে নিয়েছেন পুরো দলের সঙ্গে।
এশিয়া কাপ বাছাইয়ে তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট মাত্র এক। চারে দলের গ্রুপে লাল-সবুজরা তলানিতে।
হংকংয়ের বিপক্ষে খেলোয়াড় নির্বাচন নিয়ে তীব্র সমালোচনার জবাবে ক্যাবরেরা বলেন,“প্রথমার্ধ ছিল আমাদের সেরা পারফরম্যান্স। তাই আমার একাদশ ঠিকই ছিল। তবে দ্বিতীয়ার্ধে আমরা গতি হারাই।”
জায়ান আহমেদ, সামিত ও জামাল ভূঁইয়ার পারফরম্যান্স প্রশংসা করে কোচ বলেন,“জায়ানকে পরে নামানো কৌশলগত সিদ্ধান্ত ছিল। সামিতও ভালো খেলেছে, যদিও খেলার বাইরে ছিল কিছুদিন।”
ব্যর্থতা স্বীকার করে ক্যাবরেরা বলেন, “দায় আমার, তবে দলেরও দায় আছে। আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হয়েছি।”
তবুও আশাবাদী এই স্প্যানিশ কোচ,“হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আমরা জয়ের জন্যই নামব।”