বিশাখাপত্তমে নারী ওয়ানডে বিশ্বকাপে আজ দারুণ লড়াই করেও জয় হাতছাড়া করল বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৩২ রান তোলে টাইগ্রেসরা। জবাবে ৪৯ ওভার ৩ বলে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন স্বর্ণা, যিনি মাত্র ৩৪ বলে ফিফটি করে দলকে প্রতিযোগিতামূলক স্কোরে পৌঁছে দেন—এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি। অন্যদিকে শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতির ব্যাটেও আসে গুরুত্বপূর্ণ রান।
বল হাতে শুরুতেই সাফল্য এনে দেন নাহিদা, যিনি প্রথম বলেই উইকেট তুলে নেন। তবে মাঝের দিকে মারিয়ানা কাপ ও ট্রায়নের ৮৫ রানের জুটি ম্যাচ ঘুরিয়ে দেয়। শেষদিকে ডে ক্লার্কের অপরাজিত ৩৭ রানে জয় নিশ্চিত হয় প্রোটিয়াদের।
এই পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেল। তবুও দলটির তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশ্লেষকেরা।