নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী শুরু করেছে। কলম্বোতে টস হেরে ব্যাটিং করছে পাকিস্তান।

নতুন বলে শুরুতেই দাপট দেখিয়েছেন মারুফা আক্তার। ইনিংসের প্রথম ওভারেই তিনি দুই উইকেট নেন – ওমাইমা সোহেল ও সিধরা আমিন সাজঘরে ফেরেন মাত্র দুটি রানে। পাকিস্তানের ২ রানে দুই উইকেট হারানোর পর মুনিবা আলি ও রামিন শামিম জুটি চেষ্টা করেন, কিন্তু নাহিদা আক্তার এই জুটি ভেঙে দেন।

মিডল অর্ডারের সিধরা নাওয়াজকে ২০ বলে ১৫ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া। ২৬ ওভারের শেষে পাকিস্তান সংগ্রহ করেছে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান।

বাংলাদেশের পেসার ও স্পিনারের আক্রমণাত্মক প্রদর্শনী দলের জন্য শক্তিশালী অবস্থান তৈরি করেছে।