বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর তামিম ইকবালসহ ১৪ জন প্রার্থী নির্বাচনের থেকে সরে দাঁড়ান। নির্বাচন কমিশনের তালিকা প্রকাশের আগে প্রার্থিতা প্রত্যাহার করায় চলমান নির্বাচনের পুনঃসূচি ঘোষণার আহবান জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘বর্তমান ভোটের তারিখ অনুযায়ী নির্বাচনের আয়োজন করা হলেও পুনঃসূচি করলে যারা যোগ্য কিন্তু বিভিন্ন কারণে বাদ পড়েছেন, তারা অংশ নিতে পারবেন। প্রয়োজনে নির্বাচনের আগে অ্যাডহক কমিটি গঠন করেও সাময়িকভাবে বিষয়টি পরিচালনা করা যেতে পারে।’
বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী গতকাল দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। তামিম ইকবাল প্রথমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর আরও ১৪ জন প্রার্থী নিজেদের নাম প্রত্যাহার করেন। এদের মধ্যে ছিলেন রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, সাঈদ ইব্রাহীম আহমেদ, মির হেলাল, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, তৌহিদ তারেক, অসিফ রাব্বানী, সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, ইয়াসির আব্বাস, ফাহিম সিনহা, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মোহাম্মদ ইমরান।