নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ে নতুন উচ্চতায় উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে তিনি উঠে গেছেন আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে।
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে উলভার্টের রেটিং এখন ৮১৪, যা তাকে ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলে গার্ডনারের ওপরে তুলে দিয়েছে।
৯ ম্যাচে ৯ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে উলভার্ট করেছেন ৫৭১ রান, যা নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ১৬৯ রানের ইনিংস, আর ফাইনালে ভারতের বিপক্ষে খেলেন ১০১ রানের দারুণ সেঞ্চুরি।
এই পারফরম্যান্সের সুবাদে তিনি দুই ধাপ এগিয়ে ব্যাটিং তালিকার শীর্ষে উঠে এসেছেন। তার ঠিক পেছনে ৮১১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে মান্ধানা, আর ৭৩৮ রেটিংয়ে তৃতীয় স্থানে গার্ডনার।
র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার এলিসা পেরি এখন অষ্টম স্থানে। তার ও নিউজিল্যান্ডের সোপি ডিভাইনের রেটিং সমান ৬৬৯। অন্যদিকে নয় ধাপ এগিয়ে ভারতের জেমিমা রদ্রিগেজ জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে।
বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ১২৭ রানের ইনিংস ভারতের রেকর্ড রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন আগের মতোই শীর্ষে রয়েছেন ৭৪৭ রেটিং নিয়ে। দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান কাপ।
অলরাউন্ডারদের বিভাগে এখনও শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার, যিনি ব্যাটিংয়ে কিছুটা পিছিয়ে গেলেও পারফরম্যান্সে আছেন ধারাবাহিকভাবে উজ্জ্বল।