নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকা জফ্রা আর্চারকে দেখা যাবে না প্রথম ওয়ানডেতেও। অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজ সিরিজের আগে এই ফাস্ট বোলারকে সতেজ রাখতে চায় ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, এই মুহূর্তে আর্চারের চোটজনিত কোনো সমস্যা নেই। অ্যাশেজের জন্য ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে যতটা সম্ভব ফিট রাখতে প্রথম ওয়ানডেতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একের পর এক চোটের ধাক্কা সামলে গত জুলাইয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফেরেন চার বছরের বেশি সময় পর।

আরও দুই পেসার মার্ক উড ও জশ টংয়ের সঙ্গে বৃহস্পতিবার নিউ জিল্যান্ডে পৌঁছাবেন আর্চার। এখান থেকেই শুরু হবে ইংলিশ পেসারদের অ্যাশেজের প্রস্তুতি। উড ও টং ওয়ানডে দলে নেই।

অ্যাশেজের আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ নিয়ে সমালোচনা হচ্ছে প্রবল। পার্থে প্রথম টেস্টের এক সপ্তাহ আগে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি খেলবেন বেন স্টোকসরা।

যদিও ইংল্যান্ড তাদের ফাস্ট বোলারদের প্রস্তুতি নিয়ে খুব মনোযোগী। স্টোকস-সহ টেস্ট দলের পেসাররা ২ নভেম্বর থেকে ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে যোগ দেবেন। বাকিরা যোগ দেবেন এক সপ্তাহ পর।

অকল্যান্ডে বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টির পর প্রথম ওয়ানডে হবে আগামী রোববার, মাউন্ট মঙ্গানুইয়ে। এই মাঠে ২০১৯ সালে ক্যারিয়ারের পঞ্চম টেস্টে এক ইনিংসে ৪২ ওভার বোলিং করেন আর্চার। এর এক মাস পরই প্রথমবার কনুইয়ে ব্যথার কথা জানান তিনি।

পরে পিঠ ও কনুইয়ের একের পর এক চোটে লম্বা সময় তাকে থাকতে হয় মাঠের বাইরে। গত জুনে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন চার বছরের বেশি সময় পর। সেই পথ ধরে পরের মাসে তার প্রত্যাবর্তন হয় টেস্টে।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১৫ টেস্ট খেলে ৫১ উইকেট নিয়েছেন আর্চার।

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলার সম্ভাবনা আছে তার।