২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এসএ গেমস। কিন্তু সময় ঘনিয়ে এলেও স্বাগতিক পাকিস্তান থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা না পাওয়ায় গেমসটি অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় বাংলাদেশ কাবাডি ফেডারেশন বাধ্য হয়ে পুরুষ দলের ক্যাম্প স্থগিত করেছে।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, নারী দলের ক্যাম্প চলছে কারণ সামনে নারী বিশ্বকাপ। কিন্তু এসএ গেমস নিয়ে কোনো স্পষ্টতা না থাকায় পুরুষ দলের ক্যাম্প স্থগিত করতে হয়েছে।

চলতি বছরের শুরুতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি পাকিস্তানের ইসলামাবাদে এসএ গেমস অনুষ্ঠিত হবে। কিন্তু গেমসের প্রস্তুতি, নিবন্ধন বা অবকাঠামোগত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। অন্যান্য ফেডারেশনও অপেক্ষায় রয়েছে পাকিস্তানের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেফাউল কবীর বলেন, আমরা এখনো পাকিস্তান থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। বাহরাইনে যুব এশিয়ান গেমসে অনানুষ্ঠানিক আলোচনায় জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যে পাকিস্তান চূড়ান্ত অবস্থান জানাবে এবং ডিসেম্বরের মধ্যে গেমসের সময় নির্ধারণ করবে।

তবে সময় খুবই সীমিত। সাধারণত এমন একটি আন্তর্জাতিক আসরের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় অন্তত চার মাস আগে। এখন হাতে সময় আছে মাত্র আড়াই মাস। ফলে স্পষ্ট ইঙ্গিত নির্ধারিত সময়ে গেমস আয়োজন সম্ভব নয়।

পাকিস্তান যদি আয়োজন থেকে সরে দাঁড়ায়, তবে অন্য কোনো দেশকে স্বাগতিক হতে হবে। সর্বশেষ ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখরায় অনুষ্ঠিত হয়েছিল এসএ গেমস।

এদিকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন এক দিন পিছিয়ে ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর নির্বাহী সভায় নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

বিওএ সূত্রে জানা গেছে, সংস্থার গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে পাঠানো হয়েছে। তবে আইওসির অনুমোদন না পাওয়া পর্যন্ত বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ীই নির্বাচন ও কার্যক্রম চলবে।