সাকিব আল হাসান দীর্ঘদিন দলের বাইরে, আর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশ দলের মিডল অর্ডারে চিন্তার অবকাশ বেড়েছে। তাওহীদ হৃদয়কে ছাড়া এই ঘাটতি আরও প্রকট। তবে হৃদয়ও এখনও ফর্মে নেই। এশিয়া কাপে ব্যর্থতার পর আফগানিস্তান সিরিজেও তার উপস্থিতি অনিশ্চিত।

গত ১৮ ম্যাচে মাত্র একটিতে ফিফটি পেয়েছেন হৃদয়। প্রথম ম্যাচেও একাদশে ছিলেন না। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও তার খেলার বিষয়ে শঙ্কা রয়েছে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, “হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে জ্বর কেটে গেলেও দুর্বলতা থাকতে পারে। যদি এমনটা থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।”

হৃদয় না থাকলে একাদশে মূল পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আগের ম্যাচে যারা খেলেছেন, তারাই পুনরায় খেলবেন। তবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হলে একাদশে আসতে পারেন শরিফুল ইসলাম বা সাইফুদ্দিন।

সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (উইকেটকিপার/অধিনায়ক), নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আজ (শুক্রবার) শারজাহতে বাংলাদেশ সময় সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। জিতলেই এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করবে।