২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বের টিকিট পেয়ে গেছে আরও দুটি দেশ। নামিবিয়ার পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে কোয়ালিফাই করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে টেস্ট খেলুড়ে দেশ হলেও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেনি। এবার আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের সেমিফাইনালে কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ নিশ্চিত করেছে সিকান্দার রাজার দল। জিম্বাবুয়ে হলো ১৭তম দেশ যা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাকি তিনটি স্থানের জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার হবে, যা ৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে। এতে অংশ নেবে জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইতালি এবং নামিবিয়া তাদের জায়গা নিশ্চিত করেছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার এইটে উঠবে, যেখানে আবার দুই গ্রুপে লড়াই চলবে। এরপর দুটি করে দল সেমি ফাইনালে উঠবে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনাল ভেন্যু পাকিস্তানের ফলাফলের ওপর নির্ভর করছে। পাকিস্তান যদি ফাইনালে উঠে, শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে; আর না হলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।