ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে। মাঠে উইকেটের চিত্র ও ঘাসের ধরন অনুযায়ী দুটি পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে স্পিন-নির্ভর পিচের চ্যালেঞ্জে স্বাগতিকরা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। চট্টগ্রামের ঘাসে ঢাকা পিচে ১৭০–২০০ রানের ইনিংসও দেখা যেতে পারে। তবে রাতের শিশির স্পিনারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বাংলাদেশের পেস বিভাগে শেখ মেহেদী, রিশাদ, নাসুম, আর দুটি পেসারের মধ্যে তাসকিন ও মুস্তাফিজ হতে পারেন।
সাম্প্রতিক ফলাফলে বাংলাদেশের শক্তি স্পষ্ট। ক্যারিবীয়দের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় নিয়েছে বাংলাদেশ। এছাড়া শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজও টাইগাররা জিতেছে। বিপরীতে, ওয়েস্ট ইন্ডিজ টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরে এসেছে, সর্বশেষ শিকার হয় নেপালের বিপক্ষে।
দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।