জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রোমাঞ্চকর ফাইনালে খুলনা বিভাগকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় আকবর আলির দল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন।

সিলেটে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে রংপুরকে বোলিংয়ে পাঠায় খুলনা। ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ ইমরানুজ্জামান। রানআউট হয়ে ফিরে যান এনামুল হক বিজয়ও। সৌম্য সরকার, আফিফ হোসেন, শেখ পারভেজ জীবনরাও ব্যর্থতার তালিকায় নাম লেখান।

এর মধ্যেও একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান মোহাম্মদ মিঠুন। তিনি ৩২ বলে করেন ৪৪ রান। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় স্কোর গড়তে ব্যর্থ হয় খুলনা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানেই থেমে যায় তাদের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। দুই ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদ মিলে গড়েন ৬১ রানের উদ্বোধনী জুটি। জাভেদ ২৪ বলে ২৭ রান করে আউট হলে ভাঙে জুটি।

এরপর নাসির হোসেন জুটি গড়েন নাঈম ইসলামের সঙ্গে। দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ২৩ রান। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৩১ বলে ৪৬ রান করে আউট হন নাসির।

বাকি কাজটা সারেন নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলি। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটি গড়ে রংপুরকে সহজ জয় এনে দেন তারা। নাঈম ৩২ বলে ৪০ এবং আকবর ১৫ বলে অপরাজিত ১৯ রান করে মাঠ ছাড়েন।

নাসির হোসেন ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। তার নেতৃত্বে এবারের এনসিএল টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল রংপুর বিভাগ।