আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলামের জুটিতে ৫ বল বাকি থাকতে ২ উইকেটে জয় আসে বাংলাদেশের।
ইনিংসের শুরুতে বড় ধাক্কা খায় টাইগাররা। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন ফেরেন মাত্র ২ রান করে। এরপর সাইফ হাসান (১৮) এবং জাকের আলি অনিক (৩২) কিছুটা প্রতিরোধ গড়লেও তা স্থায়ী হয়নি। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর শামীম পাটোয়ারী ৩৩ রান করে দলের হাল ধরেন। তবে তিনি ও জাকের ফিরে গেলে আবারও বিপদে পড়ে বাংলাদেশ।
১০৫ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচে চাপ বাড়তে থাকে। একপর্যায়ে ১২৯ রানে ৮ উইকেট হারানোয় হার নিশ্চিত ভেবেছিল অনেকেই। কিন্তু উইকেটে থাকা সোহান দেখালেন তার জেদ ও ধৈর্য। ২১ বলে ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে তিনি ম্যাচ ঘুরিয়ে দেন। শেষ দিকে শরিফুল ইসলামও (অপরাজিত ১২) সাহসী ব্যাটিং করে জয়সূচক রান তুলে দেন।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন ৪ উইকেট।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে। ইব্রাহিম জাদরান ৩৮ ও গুরবাজ করেন ৩০ রান। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন শিকার করেন দুটি করে উইকেট।
এই জয়ে সিরিজ নিশ্চিত করলেও শেষ ম্যাচটি হবে মর্যাদা রক্ষার লড়াই।