২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছর বাকি। উত্তেজনা বাড়াতে ফিফা নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ পার্কে বিশ্বকাপের আনুষ্ঠানিক বল “ট্রাইওন্ডা” উন্মোচন করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচজন বিশ্বকাপজয়ী ফুটবলার জার্মানির ইউর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইতালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান।

অ্যাডিডাস ১৫তম বারই ফিফা বিশ্বকাপের বল সরবরাহ করছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ট্রাইওন্ডা আমাদের কাছে একটি আইকনিক বল, যা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ঐক্য ও উচ্ছ্বাস ফুটিয়ে তুলেছে।”

afp_20251003_77k27ed_v1_midres_fblwc2026ball

বলের নাম “ট্রাইওন্ডা” এসেছে দুটি শব্দ থেকে ‘ট্রাই’ মানে তিন এবং ‘ওন্ডা’ মানে ঢেউ। লাল, নীল ও সবুজ ঢেউ আকারের নকশা দিয়ে আয়োজক তিন দেশের প্রতীক তুলে ধরা হয়েছে। বলের নকশায় যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ঈগলও খোদাই ও গ্রাফিক্স আকারে রয়েছে। সোনালি রঙের ছোঁয়া দিয়ে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান দেখানো হয়েছে।

ট্রাইওন্ডার নতুন চার-প্যানেল নকশা এটিকে আরও স্থির ও টেকসই করেছে। সঠিক রেখা ও পুরু সেলাই বাতাসে বলের চলাচলকে স্থিতিশীল রাখবে। খোদাই করা প্রতীক ভেজা অবস্থায়ও গ্রিপ নিশ্চিত করবে। সবচেয়ে বড় নতুনত্ব হলো অ্যাডিডাসের কানেক্টেড বল প্রযুক্তি। বলের ভেতরে থাকা ৫০০ হার্জ সেন্সর রিয়েল টাইম তথ্য দেবে, যা ভিএআর ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত অফসাইড ও বিতর্কিত পরিস্থিতি শনাক্ত করতে সাহায্য করবে।

অ্যাডিডাসের মহাব্যবস্থাপক স্যাম হ্যান্ডি বলেন, “খোদাই করা নকশা, স্তরযুক্ত গ্রাফিকস এবং উজ্জ্বল রং ট্রাইওন্ডাকে আমাদের তৈরি করা সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় বিশ্বকাপ বল বানিয়েছে।”