চলতি বছরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। এরপর আর নতুন করে কোনো ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে দায়িত্ব দেয়নি বিসিবি। অবশ্য এরপর আর কোনো ম্যাচই খেলেনি বাংলাদেশ দল।
আগামী মাসে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আর এই সিরিজের আগে আলোচনায় টেস্ট অধিনায়কত্ব কে পেতে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় টেস্ট অধিনায়কত্ব নিয়ে। জবাবে তিনি বলেন, 'এটা বোর্ডের সিদ্ধান্ত, আমি যেহেতু ওয়ানডেতে করছি, বোর্ড যদি দেয় তাহলে করব (টেস্ট ক্যাপ্টেনসি)।'
এদিকে টেস্ট অধিনায়কত্ব নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স কথা বলবে, নির্বাচকেরা কথা বলবে, কোচিং স্টাফের শীর্ষ সদস্য যারা আছেন তারা কথা বলবে। কথা বলে যে অধিনায়ক তারা মনে করবে মানানসই, সেই অধিনায়কেরও তা (নেতৃত্ব) গ্রহণ করতে হবে। তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে।’
মিরাজের পাশাপাশি পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন লিটন-শান্তও। বুলবুল বলেন, ‘আমরা ৩-৪ জনের সাথেই কথা বলব। তারপর নির্ভর করবে সম্ভাব্য অধিনায়কের ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেটা একটা বেঞ্চমার্ক যদি মিট করে অবশ্যই আমরা খুব দ্রুত জানিয়ে দিব কে হচ্ছে পরবর্তী টেস্ট অধিনায়ক।’
এওয়াই/আবির