বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল রিয়াজুল হাসান (অব) জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ২৫ জনের কন্টিনজেন্টের ভিসা আবেদন করার জন্য সুইজারল্যান্ড দূতাবাস প্রয়োজনীয় সময় দিতে পারেনি। অক্টোবরের শেষের দিকে সাক্ষাৎকার স্লট পাওয়া সম্ভব হলেও সেটা দলের জন্য সময়মতো কার্যকর করা সম্ভব হয়নি।

ফেডারেশনের পরিকল্পনা ছিল, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলা। এই সফর মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে ভিসা জটিলতার কারণে পরিকল্পনা ব্যাহত হয়েছে।

এদিকে, বাংলাদেশের প্রস্তুতি ব্যাহত হওয়ায় ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে, দল ১৮ নভেম্বর ঢাকা ছাড়বে এবং ভারতে পৌঁছে বিশ্বকাপের আগে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবে। এছাড়া, ঢাকায় বিশ্বকাপ হকির বাছাইয়ের প্লে-অফ সিরিজ ১৩, ১৪ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সিনিয়র জাতীয় দলে থাকা অ-২১ দলের ৮ জন খেলোয়াড় এই সিরিজে অংশ নেবে, যা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।