বাংলাদেশের সাবেক কোচকে নিজেদের করে নিলো শ্রীলঙ্কা। সদ্য বিদায়ী জুলিয়ান রস উডকে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। নিয়োগ দিয়েছে নতুন স্পিন কোচও।

নতুন ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে জুলিয়ান উডকে। স্পিন কোচ হিসেবে আসছেন ড. রেনে ফার্ডিনান্ডস।

এশিয়া কাপের আগে সম্প্রতি পাওয়ার হিটিং কোচ হিসেবে রস উডকে কিছু দিনের জন্য নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তখন তাকে নিয়ে বেশ সাড়া পড়লেও চুক্তি বাড়ায়নি বিসিবি।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে উডকে এক বছরের জন্য জাতীয় ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, যা কার্যকর হয়েছে ১ অক্টোবর থেকে। ফার্ডিনান্ডসের চুক্তির মেয়াদ দু’ বছরের।

বাংলাদেশ ছাড়াও অভিজ্ঞ উড এর আগে কাজ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের সাথে।

এমনকি চলতি বছরের শুরুর দিকে তিনি শ্রীলঙ্কা দলের সাথেও এক সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছিলেন। এরপর তিন সপ্তাহের জন্য আসেন বাংলাদেশে।

অন্যদিকে ড. রেনে ফার্ডিনান্ডস ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেকানিক্সে পিএইচডি করেছেন। তিনি বিজ্ঞানের প্রয়োগে ক্রিকেট পারফরম্যান্স উন্নত করার ব্যাপারে বিশেষজ্ঞ।

ড. রেনে এর আগে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কাজ করেছেন, যেখানে বায়োমেকানিক্সভিত্তিক কোচিং প্রোগ্রাম পরিচালনা করতেন এলিট খেলোয়াড় ও কোচদের জন্য।