সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তৃণমূল ফুটবল উন্নয়নে অসাধারণ অবদানের জন্য এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন গ্রাসরুট অ্যাওয়ার্ড (ব্রোঞ্জ) লাভ করেছে।
বাফুফে এবারের এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনীত হয়। মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরিতে লাওস পুরস্কার অর্জন করায় বাংলাদেশ গ্রাসরুট ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদকের প্রতীক্ষায় ছিল। ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড তিন ক্যাটাগরির মধ্যে ব্রোঞ্জ ক্যাটাগরির পুরস্কার দিয়ে শুরু হয়। বাংলাদেশসহ নর্দার্ন মারিয়ানা ও ভিয়েতনামও গ্রাসরুট ক্যাটাগরিতে মনোনীত ছিল।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সৌদি আরবে উপস্থিত থেকে এ পুরস্কার গ্রহণ করেন। তবে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। ২০১৫ সালে মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পাওয়ার পর দশ বছর পর ফের এএফসির সম্মাননা পেল বাংলাদেশ।
বাফুফের নতুন কমিটি তৃণমূল ফুটবলে ব্যাপক মনোযোগ দিয়েছে। যশোর শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমিতে সাত শতাধিক খুদে ফুটবলারের সমাবেশের ভিডিও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রদর্শিত হয়। বাফুফের সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী তৃণমূল ফুটবল ও একাডেমি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাফুফে এই স্বীকৃতি পেয়েছে সাফ ও এএফসির বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশের বয়সভিত্তিক দলের সফল অংশগ্রহণ এবং আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের কারণে। আঞ্চলিক সংস্থা হিসেবে সাফও এবার মনোনয়ন পেয়েছে এবং আসিয়ান পুরস্কার পাওয়ার অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ ফুটবলে তৃণমূলের সফল কাজের প্রতিফলন হিসেবে এই পুরস্কারকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।