পাকিস্তানের বিপক্ষে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই জয়ের পর জেগে উঠেছিল ভিন্ন এক প্রত্যাশা হয়তো এবার ইতিহাস গড়বে টাইগ্রেসরা। কিন্তু পরের পাঁচ ম্যাচে হার, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে হাতছাড়া হওয়া জয়ের কষ্ট পুরো দলকে ভেঙে দিয়েছে।

২০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পাঁচ ওভারে দরকার ছিল মাত্র ২৭ রান, হাতে তখনও সাত উইকেট। কিন্তু হঠাৎ ধস শেষ ১ রানে ৫ উইকেট হারিয়ে ৭ রানে হার বাংলাদেশের। ম্যাচ শেষে হতাশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “শেষদিকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারিনি। স্নায়ুর চাপ সামলাতে না পারায় জয় হাতছাড়া হয়েছে।”

এর আগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও পরাজয়ের স্বাদ পেয়েছিল টাইগ্রেসরা। জ্যোতি বলেন, “আমরা তিনটি ম্যাচ জেতার অবস্থানে ছিলাম। কিন্তু শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা ধরে রাখতে না পারায় ব্যর্থ হয়েছি।”

শারমিন সুপ্তার ইনজুরিতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর ম্যাচের মোড় ঘুরে যায় বলে মনে করেন অধিনায়ক। “আমি ও সুপ্তা ভালো ব্যাট করছিলাম। সে ক্র্যাম্পে মাঠ ছাড়ার পর মোমেন্টামটা হারিয়ে ফেলি,” বলেন জ্যোতি।

এখন টাইগ্রেসদের সামনে রয়েছে কেবল ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ। ছয় ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ নারী দল।