গুগলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন এক ওয়েব ব্রাউজার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।

‘অ্যাটলাস’ নামের এ নতুন ব্রাউজারটির মাধ্যমে অনলাইন সার্চের বাজারে গুগলের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল এআই কোম্পানিটি। তথ্য খোঁজার ক্ষেত্রে মানুষের এআই ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ‘অ্যাটলাস’ সেখানে নতুন দুয়ার খুলে দিল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এ কৌশলগত পদক্ষেপটি ইন্টারনেট ব্যবহারের প্রধান প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ ওপেনএআইকে। ফলে ডিজিটাল বিজ্ঞাপন থেকে মোটা অংকের অর্থ আয়ের সম্ভাবনাও তৈরি হবে কোম্পানিটির। আট কোটির বেশি ব্যবহারকারী থাকলেও অনেকেই বিনামূল্যে ব্যবহার করেন চ্যাটজিপিটি। তবে এখনো লোকসানে চলছে ও লাভের পথ খুঁজছে স্যান ফ্রান্সিসকোভিত্তিক কোম্পানিটি। ফলে কীভাবে আয় বাড়িয়ে লাভের মুখ দেখা যায় সেই উপায় খুঁজছে ওপেনএআই।

ওপেনএআই এ ব্রাউজারটি ঠিক এমন সময়ে চালু করল, যার কিছু মাস আগেই কোম্পানিটির একজন নির্বাহী বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক যদি অবৈধভাবে গুগলের একচেটিয়া আধিপত্য ঠেকাতে তাদের জনপ্রিয় ক্রোম ব্রাউজার বিক্রি করতে বাধ্য করতেন তবে তা কিনতে আগ্রহী হত ওপেনএআই।

গত মাসে মার্কিন বিচার বিভাগ ক্রোম বিক্রির যে প্রস্তাব দিয়েছিল তা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অমিত মেহতা। তিনি বলেছেন, এআই প্রযুক্তির অগ্রগতি এরইমধ্যে বাজারে প্রতিযোগিতার পরিবেশকে বদলে দিচ্ছে।

ওপেনএআইয়ের নতুন ব্রাউজারকে টিকে থাকতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ এরইমধ্যে বিশ্বজুড়ে প্রায় তিনশো কোটি ব্যবহারকারী রয়েছে ক্রোম ব্রাউজারের। এতে গুগলের এআই চ্যাটবট জেমিনাইয়ের কিছু ফিচারও যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্টটি।

এদিকে, এ বছরের শুরুতে নিজেদের কমেট ব্রাউজার চালু করেছে পারপ্লেক্সিটি নামের আরেকটি এআই স্টার্টআপ। তারাও ক্রোম ব্রাউজার কিনতে আগ্রহ দেখিয়েছিল। ব্রাউজারটি কেনার জন্য গুগলকে ৩ হাজার ৪৫০ কোটি ডলার অফার করেছিল স্টার্টআপটি।

এওয়াই/আবির