২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেছেন তিন মার্কিন বিজ্ঞানী- জন ক্লার্ক, মিশেল এইচ. দেভোরে এবং জন এম. মার্টিনিস। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সুইডেনের স্টকহোম থেকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

নোবেল কমিটি জানায়, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম টানেলিং’ এবং ‘এনার্জি কোয়ান্টাইজেশন’-এর অভাবনীয় প্রয়োগ আবিষ্কারের স্বীকৃতিতেই তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এই গবেষণা কোয়ান্টাম কম্পিউটার, সেন্সর এবং ভবিষ্যতের ন্যানো প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন আনবে।

জন ক্লার্ক (জন্ম ১৯৪২, যুক্তরাজ্য) বর্তমানে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মিশেল দেভোরে (জন্ম ১৯৫৩, ফ্রান্স) ইয়েল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। জন মার্টিনিস (জন্ম ১৯৫৮) দীর্ঘদিন ধরে গুগলের কোয়ান্টাম কম্পিউটিং প্রকল্পের সঙ্গে যুক্ত।

তিনজন বিজ্ঞানীই পাবেন নোবেল মেডেল, সনদ ও ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১৪ কোটি টাকা সমমূল্যের) অর্থ পুরস্কার, যা সমান ভাগে ভাগ হবে।

প্রতি বছর অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হয় নোবেল পুরস্কার ঘোষণা। এ বছর চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি—এই ছয়টি বিভাগে পর্যায়ক্রমে পুরস্কার প্রদান করা হবে।