পবিত্র মক্কা-মদিনার দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এক সপ্তাহে ১ কোটি ৩০ লাখেরও বেশি মুসল্লি ও জিয়ারতকারী সমবেত হয়েছেন। হিজরি ১৪৪৭ সালের রবিউস সানি মাসের ১১ থেকে ১৭ তারিখের এই সময়কালে সৌদি কর্তৃপক্ষ অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি ব্যবহার করে আগতদের চলাচল পর্যবেক্ষণ করেছে।

সৌদি প্রেসিডেন্সির তথ্য অনুযায়ী, ওই সপ্তাহে মোট দর্শনার্থী ছিলেন ১ কোটি ৩০ লাখ ২৯ হাজার ৪৭১ জন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় করেছেন প্রায় ৪২ লাখ মুসল্লি এবং ওমরাহ সম্পন্ন করেছেন ২৮ লাখ ৮৭ হাজারের বেশি ধর্মপ্রাণ মানুষ। পবিত্র হাতিম এলাকায় নামাজ পড়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে, মদিনার মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন ৫০ লাখের বেশি মুসল্লি। রওজা শরিফে যিয়ারত করেছেন ৩ লাখ ৫৫ হাজার এবং প্রিয় নবী (সা.)-এর রওজায় সালাম জানিয়েছেন ৪ লাখ ৭৮ হাজারেরও বেশি মুসল্লি।

প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাডার ও সেন্সর প্রযুক্তির মাধ্যমে আগমনকারীদের সংখ্যা ও চলাচল রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা হচ্ছে। এতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সেবা ব্যবস্থাপনা আরও দ্রুত ও কার্যকর হয়েছে।

বিশ্লেষকদের মতে, কোনো বড় মৌসুম না থাকা সত্ত্বেও এত বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন প্রমাণ করে যে, উন্নত অবকাঠামো ও স্মার্ট ব্যবস্থাপনার কারণে সারা বছরই মুসলমানরা মক্কা-মদিনায় আসছেন। সৌদি সরকারের লক্ষ্য—দুই পবিত্র মসজিদে ইবাদতের অভিজ্ঞতা আরও আধুনিক, নিরাপদ ও আরামদায়ক করে তোলা।