মানুষ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ তায়ালাকে সিজদা করে। সিজদা একমাত্র আল্লাহর জন্য জায়েজ, অন্য কারো জন্য নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পর্বত, বৃক্ষ, প্রাণী এবং মানুষের মধ্যে অনেকেই আল্লাহকে সিজদা করে।
কোরআনের সুরা হজ, আয়াত ১৮-এ বলা হয়েছে,
“তুমি কি দেখ না যে আল্লাহকে সেজদা করে যারা আকাশে আছে, আর যারা পৃথিবীতে আছে আর সূর্য, চন্দ্র, তারকা, পর্বতসমূহ, বৃক্ষরাজি, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে। আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন।”
হাদিসে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যখন আদম সন্তান সিজদার আয়াত পড়ে এবং সিজদা করে, শয়তান তখন দূরে গিয়ে কাঁদতে থাকে। সে বলে—‘আদম সন্তানকে সিজদা করতে বলা হয়েছে, সে সিজদা করেছে, তার জন্য জান্নাত। আর আমাকে সিজদা করতে বলা হয়েছে, আমি তা অস্বীকার করেছি, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে।’” (মুসলিম, হাদিস : ৮১)
অতএব, মানুষের ইবাদত ও আল্লাহর আদেশ মেনে সিজদা করা শয়তানের ব্যর্থতার প্রতীক এবং জান্নাত লাভের একটি মাধ্যম হিসেবে ধরা হয়।