সৌদি আরবের নবনিযুক্ত গ্র্যান্ড মুফতি ও স্থায়ী ফতোয়া কমিটির প্রধান শায়খ ড. সালেহ বিন ফাওযান আল-ফাওযান বলেছেন, ইসলামী সমাজকে সঠিক পথে পরিচালনা করা সিনিয়র ওলামা পরিষদ ও ফতোয়া কমিটির মূল দায়িত্ব। এই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আমানতদারিত্ব বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে শায়খ ফাওযান বলেন, ওলামা পরিষদ ও ফতোয়া কমিটি মহান দায়িত্ববোধ নিয়ে জনগণকে দ্বীনের সঠিক দিকনির্দেশনা দিচ্ছে। ইসলামের আলোকে মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।

তিনি সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশ-শায়খের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শায়খ ফাওযান বলেন, তিনি দীর্ঘ সময় এই দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত ও উচ্চ মর্যাদা কামনা করি।

খবরে আরও জানানো হয়, রাজকীয় ফরমান জারি করে শায়খ ড. ফাহাদ বিন সাদ আল-মাজিদকে সিনিয়র ওলামা পরিষদের মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের পর শায়খ ফাহাদ বলেন, আমি খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞ। আমরা ফতোয়া ও গবেষণার কাজকে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।