তথ্য-প্রযুক্তির আধুনিক যুগে মোবাইল ফোন ও সামাজিক মাধ্যম মানুষকে বিভ্রান্ত করছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে এবং পড়ার অভ্যাস পুনঃস্থাপনের উদ্দেশ্যে আমিনুল হক এই উদ্যোগ নিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থানে প্রতিদিন সকালে পত্রিকা ঝুলিয়ে দেওয়া হয়। সারাদিন এলাকার পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে সংবাদ পড়তে পারেন।
এলাকার বাসিন্দারা উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করছেন, বর্তমান সময়ে মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে মানুষ হারিয়ে যাচ্ছে। সেই অবস্থায় এমন উদ্যোগ সত্যিকারের শিক্ষার প্রসার ঘটাবে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করবে।
আমিনুল হক বলেন, “আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক - সেটাই আমার লক্ষ্য।” রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নাগরিক শিক্ষার বিকাশ ও তথ্যপ্রাপ্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।