শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ সকল ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার এক বার্তায় তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আর নিরাপত্তা পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার।”

তিনি বলেন, বাংলাদেশের সাংবিধানিক মূল্যবোধ ও ঐতিহ্য ধর্মীয় সম্প্রীতির ওপর প্রতিষ্ঠিত। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্ভয়ে উৎসব পালন করতে পারে, সেটিই রাষ্ট্রের মূল দায়িত্ব।

তারেক রহমান হাদিসের উদ্ধৃতি টেনে বলেন, কোনো নাগরিকের ওপর নির্যাতন চালানো ইসলাম ধর্মের শিক্ষার পরিপন্থি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান, যেন কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা না করতে পারে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিএনপি সকল নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষায় অঙ্গীকারবদ্ধ।