প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে বিএনপি, এনসিপি ও অন্য একটি দলের নেতাদের অন্তর্ভুক্ত করার সমালোচনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার এক বিবৃতিতে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “রাষ্ট্রীয় খরচে তিন দলকে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। এতে নির্বাচনের আগে থেকেই পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।”
তিনি অভিযোগ করেন, সফরে অংশ নেওয়া নেতারা বিমানবন্দরে নিরাপত্তাহীনতার মুখে পড়েছেন। “যদি এত অগ্রাধিকারপ্রাপ্ত সফরে নিরাপত্তা ব্যর্থ হয়, তাহলে জাতীয় নির্বাচনে নিরাপত্তা কতটা নিশ্চয়তা পাবে তা ভেবে শঙ্কিত হচ্ছি।”
দলটি যুক্তরাষ্ট্রে আখতার হোসেনসহ যেসব নেতার ওপর হামলা হয়েছে তার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিচার দাবি করেছে।