বিএনপিকে অবজ্ঞা ও অবহেলা করলে তার ফল ভালো হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জোর দিয়ে বলেন, "বিএনপি ভেসে আসা কোনো দল নয়। বিএনপিকে খাটো করে দেখবেন না। আমরা যদি মাঠে নামি তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।"

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা পরিষদের প্রতি ক্ষোভ: বিএনপি মহাসচিব উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়েও পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন। তিনি বলেন, উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য সাত দিন সময় দিয়েছেন, "কিন্তু রাজনৈতিকদল তো হাতের খেলনার মতো নয়।" তিনি স্মরণ করিয়ে দেন যে, বিএনপি সংস্কার কমিশনের সব সভায় গিয়েছে এবং মতামত দিয়েছে। তিনি দাবি করেন, যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে দ্রুত কাজ শুরু করা উচিত ছিল।

ফখরুল জোর দিয়ে বলেন, "অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। চব্বিশের আন্দোলনের পর গণতন্ত্রের পথে ফেরার সুযোগ হয়েছে। দয়া করে পানি ঘোলা করবেন না। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।"

দ্রুত তফসিল ঘোষণার তাগিদ: মির্জা ফখরুল তার বক্তব্যে পরিষ্কার করে বলেন যে, জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, এর আগে নয়। তিনি উপদেষ্টাদের উদ্দেশে বলেন, "সংস্কার কমিশনে আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, তার ভিত্তিতে কাজ শুরু করুন। দ্রুত তফসিল ঘোষণা করুন এবং নির্বাচন দিয়ে দিন। অন্যথায় আপনারা ব্যর্থ হবেন এবং জনগণকে এর জবাবদিহিতা করতে হবে।"

তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা: প্রয়াত নেতা তরিকুল ইসলামকে স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন একজন দেশপ্রেমিক নেতা এবং একটি ইনস্টিটিউট। ছাত্রজীবন থেকে সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু জনগণকে ছেড়ে যাননি। তিনি আফসোস করেন যে, তরিকুল ইসলাম 'ফ্যাসিস্টের বিয়োগাত্মক বিদায়' দেখে যেতে পারলেন না।

ইএফ/