সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের সমস্যার সমাধান রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে সম্ভব। তিনি উল্লেখ করেন, আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি আয়োজন শুধু অহেতুক চাপ তৈরি করে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

ফখরুল বলেন, “রাজপথে আসলেই সমাধান হবে কি? বিএনপি সর্বোচ্চ রাজনৈতিক দল হিসেবে এ বিষয়ে স্পষ্ট। ৫ আগস্ট থেকে আমরা কোনো ইস্যুতে রাস্তায় যাইনি। সমস্যা সমাধানের জন্য আলোচনাই একমাত্র পথ।”

তিনি আরও বলেন, “দেশের সিদ্ধান্ত দেশের মানুষই নেবেন। বাইরের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নেই। বিএনপি পিআরের পক্ষেও নয়। বাংলাদেশে পিআরের প্রয়োজনীয়তা নেই। জুলাই সনদ ও অন্যান্য বিষয়ে অনেক বিষয়ে বিএনপি ঐকমত্য হয়েছে। যে পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে গড়ে উঠবে, তার মাধ্যমেই দেশের সংবিধান পরিবর্তন ও সংশোধনী সম্ভব।”

মহাসচিব স্পষ্ট করেন, “বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। জনগণের সমর্থন ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।”

জাতিসংঘ সফর বিষয়ে তিনি জানান, “ফরেন মিনিস্ট্রি ও ড. ইউনূসের সঙ্গে এখনও আলোচনা হয়নি। তবে সেখানে দেশের গণতান্ত্রিক উত্তরণ, উন্নয়ন এবং প্রাধান্যপুষ্ট বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা থাকবে।”