যুক্তরাষ্ট্র সফরের সময় আবারও হামলার চেষ্টা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর। বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, হোটেলের লবিতে আওয়ামী লীগ সমর্থিত একদল কর্মী হামলা চালাতে এলে এনসিপি নেতাকর্মীরা প্রতিরোধ করেন।
এর আগে নিউইয়র্ক বিমানবন্দরে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছিল পুলিশ। এবারও তিনি পুলিশের কাছে মামলা করেছেন।
জাতিসংঘ অধিবেশন উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিএনপি ও এনসিপি নেতারা। তাদের অভিযোগ, আওয়ামী লীগ দেশে-বিদেশে ভিন্নমত দমনে সহিংসতায় লিপ্ত।
আখতার হোসেন বলেন, “আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছি। অথচ আমাদের ওপর বারবার হামলা চালানো হচ্ছে।”
প্রবাসী রাজনীতির ভেতর এই বিরোধ বাংলাদেশের রাজনীতিরই প্রতিচ্ছবি। বিশেষজ্ঞরা বলছেন, দেশে রাজনৈতিক সহনশীলতা না থাকায় এর প্রভাব প্রবাসেও ছড়িয়ে পড়ছে।