চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল ঘোষণা দেন ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুলের কারিকুলামে খেলাধুলাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, “শিক্ষা ও খেলাধুলা একসাথে এগোলে একটি সুস্থ সমাজ তৈরি হবে। তরুণরা শুধু পড়াশোনার ভেতর সীমাবদ্ধ থাকবে না, তারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হবে।”
তাবিথ আওয়াল জানান, বাফুফে তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে কাজ করছে। এখন ছোট ছোট টুর্নামেন্টেও স্পন্সর পাওয়া যাচ্ছে, যা ইতিবাচক দিক। তিনি বলেন, “আমরা এসব ছোট দল থেকে খেলোয়াড় বাছাই করে জাতীয় টুর্নামেন্টে নিয়ে আসব। ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড়রা এখান থেকেই উঠে আসবে।”
তৃণমূল পর্যায়ের কোচ, সংগঠক ও স্থানীয় নেতাদের ভূমিকাকেও তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ, জেলা বিএনপির নেতারা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনালে দেবিনগর আদর্শ যুব উন্নয়ন সংস্থা ফুটবল দল ১-০ গোলে শুভ ফুটবল ক্লাব শাহজাহানপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।