হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী আবারও জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করেছেন। এবার তিনি জামায়াতকে সরাসরি কাদিয়ানিদের সঙ্গে তুলনা করে বলেছেন, কাদিয়ানি ফেতনার চেয়েও জামায়াতের ফেতনা বড়। তিনি জামায়াতকে 'ঈমানের বড় ডাকাত' আখ্যায়িত করে এই ফেতনা নির্মূলের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের সমাপনী দিনে মাদরাসার মহাপরিচালক এই মন্তব্য করেন।
ফেতনা নির্মূলের আহ্বান: মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, "ঈমান-আকিদা রক্ষায় বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামকে নির্মূলের চেষ্টা করতে হবে।" তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশে এত বড় জাহেল থাকতে পারে না, যারা হজরত ওমর (রা.)সহ সাহাবায়ে কেরামদের নিয়ে কটূক্তি করে।"
তিনি আরও বলেন, "কাদিয়ানিরা ঈমানের যত ক্ষতি করতে পারেনি, জামায়াতে ইসলামী তার চেয়ে বেশি ক্ষতি করেছে।" তিনি অভিযোগ করেন, জামায়াত নাম দিয়েছে ইসলামিক সংগঠন হিসেবে, কিন্তু তারা আসলে 'ঈমানের বড় ডাকাত'।
মওদুদীবাদীর ইসলাম বনাম মদিনার ইসলাম: হেফাজত আমির স্পষ্ট করে বলেন, "আমাদের আকাবিররাও বলেছেন জামায়াতে ইসলামীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। আমাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম, আর তাদের ইসলাম মওদুদীবাদীর ইসলাম।" তিনি তার অনুসারীদের ঈমান হেফাজত করতে জামায়াতে ইসলাম থেকে দূরে থাকার আহ্বান জানান এবং সন্দেহ প্রকাশ করে বলেন, যারা জামায়াতে ইসলামীতে আছে, তাদের ঈমান আছে কি না।
এর আগেও বেশ কয়েকবার হেফাজত আমির জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন, যার প্রতিবাদ জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল। মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমদুল্লাহসহ দেশি-বিদেশি বিশিষ্ট আলেমরা বক্তব্য দেন।
ইএফ/