বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং নাজিম উদ্দীনের দ্রুত আরোগ্য কামনা করেন।
দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছিলেন এ এম নাজিম উদ্দীন। ডান পায়ে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস দেখা দিলে গত ২৯ সেপ্টেম্বর তাকে গুরুতর অবস্থায় বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিনি সেপ্টিসেমিয়া, অ্যালবুমিনের ঘাটতি ও রক্তে লবণের ভারসাম্যহীনতাসহ বেশ কিছু জটিলতায় আক্রান্ত হন।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেয়ার ব্যবস্থা করা হলেও ব্যয়বহুল চিকিৎসার কারণে তিনি আবার দেশে ফিরতে বাধ্য হন। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে তাকে ভর্তি করানো হয়।
চিকিৎসকদের দুইটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চালানো হয়। অবশেষে অবস্থার অবনতি ঠেকাতে তার ডান পায়ের হাঁটুর ওপরের অংশ অ্যাম্পুটেশনসহ তিনটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আগের তুলনায় অনেকটাই ঝুঁকিমুক্ত। সংক্রমণও নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তারা। পরিবারের সদস্যরা দ্রুত সুস্থতার আশায় দোয়া চেয়েছেন সকলের কাছে।