জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এখনও অস্পষ্ট। নোট অব ডিসেন্ট এবং সনদ প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার নির্দেশনা না থাকায় সংশয় দেখা দিয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা সনদ বাস্তবায়নের জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়েছি। তবে কোনো সুস্পষ্ট নির্দেশনা বা আদেশ নেই। গণভোট ও সংসদকে সাংবিধানিক ক্ষমতা দেওয়া প্রয়োজন, কিন্তু সনদ বাস্তবায়নের পদ্ধতি এখনও স্পষ্ট নয়।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক স্বদিচ্ছা ও সরকারের দৃঢ় ভূমিকা থাকলে এই সংকট কাটানো সম্ভব।”
জুলাই জাতীয় সনদে তিনটি ভাগ রয়েছে পটভূমি, ৮৪টি সংস্কার প্রস্তাব এবং সাত দফা বাস্তবায়ন অঙ্গীকার। আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৩০টি দল ও জোটের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়ে স্বাক্ষর অনুষ্ঠান হবে।