সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের প্রস্তাবিত মূল সংস্কারের অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি আপত্তি জানিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “বিএনপি আপত্তি দিলেই সংস্কার প্রস্তাব বাদ যাবে এমন নয়। স্থায়ী সমাধান হচ্ছে গণপরিষদ নির্বাচন। নতুন সংবিধান প্রণয়ন করে তাতেই এসব সংস্কার অন্তর্ভুক্ত করতে হবে।”

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না। অথচ আইনগতভাবে শাপলা প্রতীকের কোনো বাধা নেই। তিনি আরও বলেন, “এমন পক্ষপাতদুষ্ট আচরণে আমরা কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। প্রয়োজনে আইনগত ও রাজনৈতিকভাবে এর মোকাবিলা করা হবে।”

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে সারজিস বলেন, বর্তমানে শুধু উচ্চ কক্ষেই এ পদ্ধতি প্রাসঙ্গিক। নিম্ন কক্ষে এখনও প্রয়োজনীয়তা তৈরি হয়নি।

প্রশাসনের দলীয়করণ প্রসঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থায় রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তারা নানা উপায়ে রাজনৈতিক দলগুলোকে সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, “ডিসি, এসপি, ইউএনও, ওসিদের মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তারা পেশাদারিত্বের বদলে রাজনৈতিক তোষামোদে ব্যস্ত। এতে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।”