বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, “শিক্ষা উপদেষ্টা সি আর আবরার মনে করেন, তিনি বড় কিছু হয়ে গেছেন। হয়তো বড় কিছু কামিয়েছেন বলেই প্রান্তিক শিক্ষকদের প্রতি তার কোনো সহানুভূতি নেই।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জনগণের জন্য সর্বদা অ্যাভেইলেবল থাকতে হবে। কিন্তু শিক্ষা উপদেষ্টা আমলাদের দাসত্ব করছেন, বাস্তব সমস্যা বুঝতে পারছেন না।”
দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সরকার শিক্ষাবান্ধব হওয়ার কথা ছিল, কিন্তু উপদেষ্টা হয়েছেন প্রমোশন-বান্ধব। অর্থের বিনিময়ে পদায়ন অব্যাহত আছে।”
এছাড়া এনসিপির আরও কয়েকজন নেতা শিক্ষা উপদেষ্টার সমালোচনা করেন। তারা বলেন, রাস্তায় শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় নয়।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানিয়েছেন, “উপদেষ্টা স্যার এ বিষয়ে কিছু জানাননি, তাই আমিও মন্তব্য করতে পারছি না।”