নিবন্ধনের প্রাথমিক পর্যালোচনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। দলটি পছন্দের তালিকায় শাপলা, কলম ও মোবাইল প্রতীক উল্লেখ করেছিল। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী ‘শাপলা’ প্রতীকটি বর্তমানে বরাদ্দ তালিকায় নেই।

নির্বাচন কমিশন (ইসি) এনসিপিকে জানিয়েছে, সংরক্ষিত প্রতীকের মধ্য থেকে একটি প্রতীক বেছে ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। এই প্রতীকের বরাদ্দ দলটির জন্য সংরক্ষিত থাকবে, যদি না পরবর্তীতে তারা অন্য প্রতীক চায়।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (গণমাধ্যম) আরিফুর রহমান তুহিন বলেন, “যেহেতু শাপলা দিতে আইনগত কোনো বাধা নেই, সেহেতু আমরা শাপলা মার্কাই চাই। বিকল্প কিছু ভাবছি না। কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে, বিশেষ দলের নির্দেশে আমাদের চাওয়া অনুযায়ী শাপলা দিচ্ছে না। তবে আমরা শাপলাতেই আছি।”

নির্বাচন কমিশন দ্রুত প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করে দলকে বরাদ্দ দেয়ার বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।