জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন দাবি করেছেন, এনসিপিকে যদি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা না দেওয়া হয় তাহলে তারা ‘কঠোর আন্দোলন’ শুরু করবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টায় বাউফল হাসপাতাল রোডের ফরিদ উদ্দিন প্লাজায় অনুষ্ঠিত এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাহিন বলেন, “এনসিপি প্রতিষ্ঠার পর আমরা চাই জনগণ সহজেই আমাদের প্রতীক চিনবে এবং ভোট দিবে তাই শাপলাকে আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। নির্বাচন কমিশন যদি কোনো রাজনৈতিক প্রভাবে এনসিপিকে শাপলা প্রতীক না দেয় এবং পক্ষপাত করে, তাহলে আমাদের পক্ষে কঠোর আন্দোলন অনিবার্য হবে।”

তিনি আরও অভিযোগ করেন যে প্রতীক প্রদানে অস্বচ্ছতা ও পক্ষপাত দেখা যাচ্ছে, যা আইন ও ন্যায়ের সঙ্গে সাংঘর্ষিক। যদি এমন অনিয়ম চলতে থাকে তবে তাদের সিদ্ধান্ত হবে তীব্র আন্দোলন ও ইলেকশন কমিশন ঘেরাও করা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মুহা. ফারুকুল ইসলাম মিলন, পটুয়াখালী জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ বশির উদ্দিন ও ডা. সাইমুম আহমদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

শাহিনের এই হুশিয়ারিতে (নির্বাচনী) সময় রাজনৈতিক বাতাস উত্তেজনাপূর্ণ রূপ নেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, যদিও ইলেকশন কমিশন এখনো বিষয়টি সম্পর্কে কোনও মন্তব্য করেনি।