বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেন কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সাংবাদিক মনির হায়দার।

সেই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যমত্য কমিশনের আমন্ত্রণপত্রে আগামী শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠেয় ‘জুলাই সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে জামায়াতে ইসলামী, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল এবং জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, খালেদা জিয়া বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার মধ্যরাত থেকে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।