রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, 'একই দিনে গণভোট যারা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্য হলো জুলাই সনদকে অকার্যকর করা।'
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন গোলাম পরওয়ার।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে '২০০৬ সালের ১৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে মানুষ হত্যাকারী খুনিদের বিচার ও যথাযথ শাস্তি প্রদানের দাবিতে' এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলপূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল বলেন, 'নতুন বাংলাদেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি।'
'আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকারের অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পাঁয়তারা করছেন।'
গোলাম পরওয়ার বলেন, 'এক সাগর রক্তের বিনিময়ে যে জুলাই সনদের (মাধ্যমে) বিদ্যমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে, একই দিনে গণভোট যারা চাচ্ছেন, তারা (সেই) জুলাই সনদকে অকার্যকর করতে চান।'
এই 'অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে' গণদাবি অনুযায়ী আগামী নভেম্বরে গণভোট দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি। বলেন, 'তার আগে রাষ্ট্রপতির আদেশে জুলাই সনদ আদেশ জারি করুন। তারপর জাতীয় নির্বাচন দিন। তাহলেই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।'
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও মাওলানা রফিকুল ইসলাম খান।
সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল। সভা সঞ্চালনা করেন দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।