বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ঝুলছে নতুন এক প্রতিবাদের ব্যানার “সেন্ট্রাল ভাতের হোটেল”।
রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ এই ব্যানারটি টানান।
ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, “আমিসহ আমার কয়েকজন বন্ধু মিলে এই ব্যানার লাগিয়েছি। এটি কোনো ব্যঙ্গ নয়, বরং প্রতিবাদের প্রতীক।”
ব্যানার টানানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করার অধিকার আমাদের মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা সেই অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই বাকসু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে।”
রুপায়ন আরও বলেন, “বিগত সময়ে বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কেউই ছাত্র সংসদ নির্বাচন দেয়নি। তারা ভয় পায় যে, নির্বাচনের মাধ্যমে ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ দলীয় প্রভাব কমিয়ে দেবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।”
উল্লেখ্য, দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্বাধীনতার আগেই প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালে। এরপর থেকে আর কোনো নির্বাচন হয়নি, যা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
ইএফ/