ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর তেজগাঁও থানা এলাকা ও ফার্মগেট, জাহানারা গার্ডেন, গ্রীন রোড, তেজতুরি বাজার এলাকায় লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। অনির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে না। গণতন্ত্র না থাকলে স্বৈরতন্ত্রের পতনের পর মানুষের মধ্যে যে আশা জেগেছিল, তা ব্যাহত হবে এবং মানুষ হতাশ হবে।”
তিনি দাবি করেন, নভেম্বরে যারা গণভোটের কথা বলছেন, তাদের উদ্দেশ্য হলো জাতীয় নির্বাচন বিলম্বিত করা। “তারা শর্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে,” বলেন নীরব।
দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি কোনো বিশৃঙ্খলাকারী, অন্যায়কারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না। এমনকি যদি সে আমাদের দলের সদস্যও হয়, সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেষে নীরব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “গণতন্ত্রের সম্ভাবনা রক্ষা এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য অপরিহার্য।”