চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন নাচোল উপজেলার মৃত নওশাদের ছেলে মিলন (৬০) এবং তার ছোট ভাই আলম (৪৫)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বুধবার (১৫ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে রাত ১০টার দিকে আলমের মৃত্যু হয়। নিহত দুজনই বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের অনুসারী ছিলেন।

ঘটনার সূত্রপাত ঘটে রোববার (১২ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্যের সমর্থককে মারধরের ঘটনায়। প্রতিশোধে মঙ্গলবার সকালে সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।